কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মানুষ ও শিশুদের ক্ষতি করে এমন আতশবাজি পড়ানো যাবে না।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী এ এস বোপান্নার ও বিচারপতি এম আর শাহ এর ডিভিশন বেঞ্চ পরিস্কার বলে দিয়েছেন যে ভয়াবহ সৃষ্টি কারি এবং মানব ও শিশুদের জন্য বিপদের কারণ এবং পরিবেশ দূষণ কারি আতশবাজি পড়ানো যাবে না। যদি হয়ে থাকে তাহলে যে সমস্ত আধিকারিক কে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কে কাঠ গোড়ায় তুলে বিচার করা হবে। কারণ দেখা গেছে কোটের নির্দেশ কে অমান্য করে আতশবাজি পড়ানো হয়। যা অসুস্থ মানুষ ও শিশুদের জন্য ক্ষতিকর। এর প্রভাব পড়ে জনসমাজে। অনেক মানুষ হার্টের সমস্যা ও অনেক শিশু অসুস্থ হয়ে আছে তাদের উপর প্রভাব ফেলে বেশি করে আতশবাজি পড়ানোর। বায়ু দূষণ হয়। পরিবেশ দূষণ রোধ করতে সবধরনের ব্যবস্তা নেওয়ার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কোন ভাবে বোরিয়াম সল্ট ভর্তি আতশবাজি পড়ানো যাবে না। যদি কেউ সুপ্রিম কোর্টের নির্দেশ কে অমান্য করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিচারপতি শ্রী এ এস বোপান্নার এবং বিচারপতি এম আর শাহ এর ডিভিশন বেঞ্চ। ।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com