আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি:
গাছ লাগান পরিবেশ বাচাঁন, "জীবনের জন্য গাছ"এই স্লোগান কে সামনে রেখে নাসিয়াম আল বাহরাইন এনভায়রনমেন্ট ইনসিয়েটিভ কর্তৃক আয়োজিত বিভিন্ন ফুল,সবজি, ফল গাছের বীজ বিতরন কার্যক্রমের আয়োজন করা হয়।
বাহরাইন দিলমোনিয়া মলে সন্ধ্যা ৬ ঘটিকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে এ ন বি এ ই এর ফাউন্ডার বাহরাইনের প্রথম মহিলা কৃষিবিদ প্রকৌশলী মিসেস - জেবা উপস্থিত থেকে বীজ বোপন ও বৃক্ষরোপন বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও হুরা শাখার সভাপতি- হাশেম রানা, সহ সভাপতি- লিটন সূত্রধর, সাধারণ সম্পাদক- ইসমাইল পলাশ,সহ সাধারণ সম্পাদক- আশফাক আহমদ, ভলন্টিয়ার কো - অর্ডিনেটর- মিসেস ফারজানা,বাহরাইন ইকোহাব এর প্রেসিডেন্ট- সাদ আল রাবিয়া ।
আরও উপস্থিত ছিল - এশিয়ান স্কুল বাহরাইন, আল রাজা স্কুল এর শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বাহরাইনে বসবাসকৃত বিভিন্ন কমিউনিটি মাঝে শীত কালীন এই বীজ বিতরণ করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com