আশফাক আহমদ,বাহরাইন:
জাঁকজমক আয়োজনে এবি পার্টি বাহরাইন শাখার সাংবাদিক সম্মেলন ও আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে,বাহরাইনের রাজধানী মানামায় আলওসরা রেস্টুরেন্টের পার্টি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও এবি পার্টি বাহরাইন শাখার নবনির্বাচিত আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য ড. ইঞ্জি. এম. শাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দূতাবাস কর্মকর্তা ও বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি র প্রতিষ্টাতা সভাপতি জনাব - তাজউদ্দীন সিকান্দার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব - ইঞ্জি. জাহাঙ্গীর তরাফদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল'য়ার কনসালটেন্ট জনাব - মোঃ জসিম উদ্দিন।
এ সময় বক্তারা বর্তমান সময়ের নানাবিধ সংকটের কথা তুলে ধরেন এবং এবি পার্টি একটি সময়োপযোগী পদক্ষেপ বলে স্বীকৃতি দেন। জনাব তাজউদ্দীন সিকান্দার তার বক্তব্য বলেন- ছোট একটি বীজ থেকেই অনেক বড় একটি গাছের সৃষ্টি হয় আজকে এবি পার্টি বাহরাইন শাখার অভিষেক একটি ছোট গাছের মতই একদিন মহীরুহে পরিনত হয়ে দেশ ও জাতির সেবা করবে। তিনি আরও বলেন বাংলাদেশী সকল প্রবাসীরা যেন বাহরাইন সরকারের সকল বিধি নিষেধ যথাযথভাবে মেনে চলে। পরে তিনি এবি পার্টি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, দলের সদস্য সচিব- ইঞ্জি. আবু মোহাম্মদ হাসেম,যুগ্ম আহ্বায়ক - মোঃ মহসিন চৌধুরী।
সহঃ সদস্য সচিব- কবির হোসেন।সাংগঠিক সম্পাদক - মোঃ শাহ জালাল সহ আরো অনেকে।
এ সময় কেন্দ্রীয় আহবায়ক জনাব এফএফএম সোলাইমান চৌধুরী সাক্ষারিত অনুমোদিত কমিটির পরিচয় বাহরাইনের আহ্বায়ক ড. শাহেদ -একে একে তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ড. শাহেদ বলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে একটি ওয়েলফেয়ার স্টেট তৈরি করাই হচ্ছে আমার বাংলাদেশ পার্টির মূল লক্ষ্য। তিনি আরও বলেন ডার্টি পলিটিক্স থেকে দেশকে রক্ষা করতে হলে সমাজের উচ্চ শিক্ষিতদের একটি অংশ রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিতে হবে। কেননা দেশ পরিচালনা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়াররা করে না, দেশ পরিচালনা করেন পলিটিশিয়ানরা। অতএব জাতি গঠনে উচ্চ শিক্ষিতদের বিকল্প নেই। তিনি বলেন আপনারা আমার বাংলাদেশ পার্টির বিভিন্ন কর্মকাণ্ড কে ফেসবুক, টুইটার ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফলো করতে পারেন এবং আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ সম্পন্ন করে এবি পার্টিতে যোগদান করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com