প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ১২:৪৭ পি.এম
আত্ম কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে …….উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী
হাফিজুর রহমান শিমুলঃ দক্ষ যুব সমৃদ্ধ দেশ" বঙ্গবন্ধু'র বাংলাদেশ" শীর্ষক জাতীয় যুব দিবসে আলোচনা সভা, যুবঋনের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ লা নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) রোকনুজ্জামান বাপ্পী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সিনিঃ সহ সভাপতি জননেতা সাঈদ মেহেদী। বক্তব্যে তিনি বলেন- আত্ম কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে। শুধু সরকারের বিভিন্ন অধিদপ্তর থেকে ঋন নিলে হবেনা, ঋনের টাকা যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মবলে বলিয়ান হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যুব সমাজকে দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করতে হবে। আমি একজন গর্বিত কৃষক, নিজে কোদাল ধরতে লজ্জাবোধ করি না। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন কাজে রাগানোর চেষ্টা করেছি। কালিগঞ্জ উপজেলা সত্যিকারের মডেল উপজেলায় রূপান্তরের দারপ্রান্তে। আপনারা সহযোগীতা করলে দ্রুততম সময়ে আমরা সফল হবো। আলোচনা সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অঃ দাঃ) সঞ্জিব কুমার দাশ, বক্তব্য রাখেন ওয়াল্ড ভিষনের কর্মকর্তা মোক্তার হোসেন, সাদপুর নবীন সংঘের সভাপতি শরিফুল ইসলাম, সুবর্ণ নাগরিক সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন যুব সংগঠনের কর্মী কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com