প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৩:০২ পি.এম
দেবহাটায় জাতীয় যুব দিবস উদযাপন
মোঃ সোহাগ হোসেন। দেবহাটা উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ১ নভেম্বর ২০২১ রোজ- সোমবার সকাল ৯ ঘটিকায় ""দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ"" জাতীয় যুব দিবস ২০২১ অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে জনাব এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা নির্বাহি অফিসার দেবহাটা, সাতক্ষীরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, চেয়ারম্যান উপজেলা পরিষদ, দেবহাটা, সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান (সবুজ), ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দেবহাটা, সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি এম স্পর্শ, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দেবহাটা, সাতক্ষীরা। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার, উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা। এ সময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত আত্মকর্মীগণ। তারা চাকরির অপেক্ষায় বসে না থেকে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করেছেন। এবং বর্তমানে তাদের খামার বা কর্মকেন্দ্রে আরো পাঁচ দশ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এবং অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন দেবহাটা উপজেলার মধ্যে কোন শিক্ষিত বেকার তিনি রাখবেন না। আর সে জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন দেবহাটা উপজেলা সে সহযোগিতা করতে প্রস্তুত আছে। কারণ যুব উন্নয়নের স্লোগান হলো .. কর্মই জীবন..
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com