ভারতের হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে থেকে জয়লাভ করেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী শ্রীমতী প্রতিভা সিঙ। আজ সারা ভারতের বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে যে ফলাফল আসতে শুরু করেছে তাতে পশ্চিম বাংলার যে চারটি বিধান সভার গননা চলেছে তাতে বিজেপি দলের প্রার্থীদের লক্ষ্য ধিক ভোটের ব্যবধানে এগিয়ে চলছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূল দলের প্রার্থীরা। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গোসাবা বিধান সভা কেন্দ্রের তৃনমূল দলের অন্যতম প্রার্থী শ্রী সুব্রত মন্ডল তার বিরোধী দলের প্রার্থী বিজেপি ও আর এস পি প্রার্থীদের থেকে প্রায় এক লাখ পয়ত্রিশ হাজারের বেশি ভোটে এগিয়ে। এখানে জয়ী হতে চলেছে তৃনমূল দলের প্রার্থী সুব্রত মন্ডল। এবং পশ্চিম বাংলার নদীয়ার শান্তিপুরে সেখানে তৃনমূল দলের প্রার্থী প্রায় পয়ত্রিশ হাজারের বেশি ভোটে জয়লাভ করতে চলেছে। এবং কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তৃনমূল দলের প্রার্থী উদায়ন গুহ প্রায় এক লাখ বেশি ভোটে জয়লাভ করতে চলেছে এবং উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহ কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছে সাবেক পশ্চিম বাংলার মন্ত্রী ও তৃনমূল দলের নেতা শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বিজেপি দলের প্রার্থীর থেকে প্রায় চল্লিশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছে। সেই সাথে ভারতের অন্যান্য যায়গায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থীরা এগিয়ে আছে। এবং ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে হিমাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত শ্রী বীরভদ্র সিঙ এর স্ত্রী শ্রী মতি প্রতিভা সিঙ। তিনি বিজেপি দলের প্রার্থী কে পরাস্ত করেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com