মহারাষ্ট্রের আহমেদ নগর জেলা হাসপাতালে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে মোট, ১০,জন, কোভিড রুগীর।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ সকালে ভারতের মহারাষ্ট্রের আহমেদ নগর জেলা হাসপাতালে কোভিড রুগীর জন্য আই সি ইউ তে ইলেট্রিক্যাল শর্ট সার্কিট লেগে আগুন ধরে যায় হাসপাতালে। এবং মোট কোভিড রুগীর, ১৭,জন, রুগীর মধ্যে ১০,জনের, জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বাকিদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার গভীর শোক প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী উদ্ভব ঠাকরে এবং আহমেদ নগর বিধান সভার বিধায়ক শ্রী সঙ গ্রাম সিঙ। এই হাসপাতালে অগ্নিনির্বাপন ব্যাবস্থা ছিল না বলে অভিযোগ করেন স্হানীয় মানুষ। কিন্তু মহারাষ্ট্রের আহমেদ নগর জেলা কালেক্টর শ্রী রাজেন্দ্র ভোসলে বলেন যে ঐ হাসপাতালে অগ্নিনির্বাপন ব্যাবস্থা ছিল। এবং তা লাইসেন্স প্রদান করা হয়েছে আগে। এই ঘটনার মৃত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা করা হবে জানিয়েছেন মহারাষ্ট্রের সরকার ও আহমেদ নগরের বিধায়ক শ্রী সঙ গ্রাম সিঙ। তবে ঘটনার তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাকে কঠোর সাজা দেওয়া হবে বলে জানিয়েছেন। তবে এই হাসপাতালে সুধুমাত্র কোভিড রুগীর জন্য সেফ হোম বলে কাজ করছিল হাসপাতাল কতৃপক্ষ।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com