প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২১, ১২:০৫ এ.এম
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধের উপর হামলা
পিরোজপুর অফিসঃ
পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামের আব্দুল মালেক খলিফা (৬০) নামে এক বৃদ্ধাকে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
হামলা কৃতরা হলেন মোঃ হুমায়ুন খলিফা, হারুন খলিফা, পনির হাওলাদার, রশিদ খলিফাসহ আরও অনেকে।
দক্ষিণ গাজীপুর গ্রামে শত্রু পক্ষের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃদ্ধের উপর হামলা করা হয়।
হামলার শিকার আব্দুল মালেক খলিফা'র ছেলে মোঃ কামাল হোসেন বলেন, পূর্বে জমি নিয়ে সমস্যা থাকায় গতকাল বিকেলে সুপারি বিক্রি করে বাজার থেকে আসার পথে আমার বাবার উপর পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আব্দুল মালেক খলিফা'র স্ত্রী মোসাঃ শাহিদা বেগম বলেন, আমার স্বামীকে মেরে ফেলার জন্য ওরা হামলা করেছে আমি এর সঠিক বিচার চাই।
আব্দুল মালেক খলিফা বলেন, ওরা আমার উপর দা, জিআই পাইপ, লোহার রড ও সাপল দিয়ে হামলা করে। পরে আমাকে আমার ছেলেসহ স্থানীয় লোকজন উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, মামলার বিষয়টি আমি দেখতেছি।
নাছরুল্লাহ আল কাফী
০১৭৩৭২১৬০৯৬
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com