রোটারি ক্লাব অব ঢাকা ক্রাউন এর ১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দরিদ্র মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দাড়াতে চায় সব সময়। ক্লাবের ১৭তম সভায় সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্মকর্তারা। ৭ নভেম্বর রবিবার ২০২১ সন্ধ্যা ৭টায় বনানীতে ঢাকা ক্রাউন ক্লাবের সভায় দরিদ্র মানুষের জন্য কি ভাবে সহযোগিতার হাত বাড়ানো যায় সে বিষয়ে বিষদ আলোচনা করা হয়, আলোচনা সভায় মতামত ব্যক্ত করেন রোটারি ক্লাব ঢাকা ক্রাউনের প্রেসিডেন্ট রেজাউল মান্নান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট শাহিন মাহমুদ, সদস্য মাহমুদুর রহমান চৌধুরী। সভার আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হয় রোটারি ক্লাব অব ঢাকা ক্রাউন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন দরিদ্র ছাত্রের লেখাপড়ার খরচ বহন করার বিষয়ে, এ ছাড়াও সমাগত শীতে দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ এবং প্রেসিডেন্ট জনাব রেজাউল মান্নান ময়মনসিংহ বাগানবাড়ী স্কুলের শিক্ষার্থীদের জন্য মাস্ক বিতরণ করবেন বলে জানান। সভায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদেরও করনীয় রয়েছে বলে সবাই সম্মতি প্রকাশ করেন যে আমাদের সৃষ্ট কার্বনের বিপরীতে অক্সিজেন উৎপন্ন করার জন্য যার যেখানে সুযোগ আছে গাছ লাগাতে পারি, অফিস বাসায় গাছ রাখতে পারি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত বাংলাদেশ পরিবেশ বাপা' নির্বাহী সদস্য ইবনুল সাঈদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিস এর শিক্ষার্থী শামিম রেজা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com