কার্বন নিঃসরণ শুন্যের কোঠায় নামিয়ে আনা এবং বাংলাদেশকে ক্ষতিপূরন দেওয়ার দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পদযাত্রা। কয়লা ভিত্তিক জ¦ালানি বন্ধ করে ধনী ও শিল্পোন্নত দেশগুলিকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে বলেও সরব স্লোগান দেওয়া হয় এই পদযাত্রায়।
সোমবার সকালে সাতক্ষীরা শহরের আলাউদ্দিন চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রাটি শেষ হয় শহিদ রাজ্জাক পার্কে। এতে অংশ নেন সাতক্ষীরা জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ। পদযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মুক্তমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিম। এতে আরও বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, ওবায়দুস সুলতান বাবলু, স্বদেশ পরিচালক মাধব দত্ত, উদিচীর শেখ সিদ্দিকুর রহমান, অধ্যাপক মোঃ ইদ্রিস, আলী নূর খান বাবুল, মোঃ শাহীন আলম প্রমুখ। বক্তারা চলমান কপ-২৬ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলে ধরা চার দাবির প্রতি জোরালো সমর্থন দিয়ে বলেন, বাংলাদেশ ভয়াবহ ঝুকির মধ্যে রয়েছে। এই ভূখন্ডকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে হলে এসব দাবি বাস্তবায়ন জরুরী প্রয়োজন। তারা বলেন, জলবায়ু তহবিল গঠন করা এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে বিশ^নেতাদের।
পদযাত্রা ও আলোচনা শেষে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন জনিত জনজীবনের ওপর অনুষ্ঠিত হয় জারি গান। ----------------
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com