প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২১, ৯:২৮ এ.এম
সোনারগাঁয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্বার
মাজহারুল রাসেল : সোনারগাঁয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই বিল্লাল হোসেনসহ একদল পুলিশ মহাসড়কের ত্রিপর্দী এলাকা থেকে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে৷
সকালে ঢাকাগামী একটি পিকাপ আটক করে৷এ সময় পিকাপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকাপ রেখে পালিয়ে যায়৷ পরে পুলিশ পিকাপে তল্লাশি চালিয়ে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্বার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়৷
হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ওসি মোঃ সাজ্জাদ করিম খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকাপভ্যানে ফেন্সিডিলের চালান আসছে৷ ওই সংবাদের ভিত্তিতে মহাসড়কের ত্রিপর্দী এলাকায় ওসি সাজ্জাদ করিম খানের নেতৃত্বে কাঁচপুর হাইওয়ে পুলিশ মাদক বহনকারী পিকাপটি থামানোর জন্য সংকেত দিলে পিকাপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকাপ ফেলে পালাতে সক্ষম হয়৷ এ সময় পুলিশ পিকাপে তল্লাশি চালিয়ে উল্লেখিত ফেন্সিডিল উদ্বার করে৷
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com