হাফিজুর রহমান শিমুলঃ “গাছ লাগান,পরিবেশ বাচান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের নলতায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ডাঃ এস. এম আব্দুল ওহাব ও নাভানা ফার্মার ডিরেক্টর সেলস এবং মার্কেটিং কর্মকর্তা ডাঃ সাইদ আহমেদ এর উদ্যোগে বৈশ্বিক উষ্ণতা রোধে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। এ উপলক্ষে উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা: শেখ আকছেদুর রহমান এর সভাপতিত্ত্বে বৃক্ষরোপন কার্যক্রম এর উদ্বোধন করেন খুলনা সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কালিগঞ্জের কৃতি সন্তান আলহাজ্জ অধ্যাপক ডা: এস.এম আব্দুল ওহাব। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক আলহাজ্জ মুনছুর আহম্মেদ, আলহাজ্জ ইউনুছ আলী, মো: মোহর আলী, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুল্লাহ, আহছান কবির টুটুল, পরিতোষ চক্রবর্তী, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ) এর নির্বাহী পরিচালক ও সংবাদকর্মী মো: আজহারুল ইসলাম সহ অনেকে। নাভানা ফার্মাসিটি ক্যালস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি সেলস ম্যানেজার আবুল কালাম আজাদ, টেরিটরি ইন্ট্রাপ্রেনিউর আব্দুল মতিন, এরিয়া ইন্ট্রাপ্রেনিউর মো: তৈয়েবুর রহমান, এস আর ইন্ট্রাপ্রেনিউর আরিফুর রহমান প্রমুখ। এ দিন নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের উদ্বোধন শেষে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে ২য় পর্বের বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি অধ্যাপক ডা: এস.এম আব্দুল ওহাব সহ উপস্থিত ছিলেন নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক ফিরোজ হায়দার, কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক সফিউল ইসলাম, ইংরেজি বিষয়ের প্রভাষক মানষ কুমার চক্রবর্তী প্রমুখ। এছাড়াও এই দিন আল—হেরা প্রি ক্যাডেট মাদ্রাসা ও আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম জে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় নলতা, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডা: রুহুল হক পলিটেকনিক এ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মাটিকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , উত্তর কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভিরন্নেছা কোরআনীয়া মাদ্রাসা, কাজলা জি.বি. দাখিল মাদ্রাসা , ভাঙানমারী জামে মসজিদ, জাহেদানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকারের বনজ, ফলদ ও ঔষধী বৃক্ষেরর চারা রোপন করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com