প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২১, ১১:২৭ এ.এম
ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব সোনারগাঁয়ের বাজারে
মাজহারুল রাসেল : জ্বালানী ডিজেল ও কেরোসিন তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে সোনারগাঁ উপজেলার বাজারে। আলু, পেঁয়াজ, রসুন, মসুর ডাল এবং ইলিশ মাছের দাম চড়া। প্রচুর শীতের সবজি থাকলেও পণ্য পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেশি। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা।
প্রায় তিন মাস ধরেই অল্প অল্প করে বেড়েছে নিত্যপণ্যের দাম। তেল, আটা, চিনিসহ বেশ কিছু পণ্য কিনতে কেজিতে ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেশি গুণতে হয়েছে ভোক্তাদের। সর্বশেষ ডিজেল ও কেরোসিনে দাম বৃদ্ধির পর উপজেলার বাজারে আরো এক দফা বেড়েছে সব পণ্যের দাম।
আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, তেল, চিনিসহ বেশ কিছু পণ্য। এ সপ্তাহে কেজিতে দুই থেকে পাঁচ টাকা বেড়েছে আলু, পেঁয়াজ, রসুন এবং মসুর ডালের দাম।
বাজারে প্রচুর শীতের সবজি থাকলেও দাম বেশি। নতুন আলু ২০০ টাকা, টমেটো ১২০ টাকা, বেগুন, গাজর, শিম ১২০ টাকা কেজি। দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
ইলিশ মাছের দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে, অন্য মাছের দামও চড়া।
তবে, এসপ্তাহে কিছুটা কমেছে ব্রয়লার মুরগীর দাম। অপরিবর্তীত রয়েছে খাসি ও গরুর মাংসের দাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com