সোহাগ আরেফিনঃ ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সর্ব সময় সরব ভূমিকায় ছিলো হালিশহর থানা পুলিশ তারই ধারাবাহিকতায় গতকাল হালিশহর থানার ফেসবুক পেইজে অফিসার ইনচার্জ এর এক সচেতন মূলক সতর্কবার্তা দেখে সোশ্যাল মিডিয়াতে প্রশংসা কুড়াচ্ছেন হালিশহর থানা পুলিশ।
সচেতন মূলক সতর্কবার্তা টি হলো-
#হালিশহর থানাধীন বিডিআর মাঠ, ক্যান্টনমেন্ট স্কুল এবং এর আশেপাশে সন্ধ্যার পর হতে গভীর রাত পর্যন্ত অনেক স্কুল ছাত্রকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের অভিভাবকদের বলছি আপনারা আপনাদের সন্তানদের সন্ধ্যার পর বাসা থেকে বের হতে দিবেন না। আগামী ১৫/১১/২০২১ তারিখ থেকে উক্ত এলাকা এবং থানার বিভিন্ন এলাকায় যদি সন্ধ্যার পর কোন স্কুলগামী কিশোরদের (বৈধ কারণ ব্যতিত) রাস্তায় পাওয়া যায় তাদেরকে আইনের আওতায় আনা হবে। অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি অফিসার ইনচার্জ
০১৩২০০৫২৭৭০উক্ত এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সকল সাধারণ মানুষ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন,এলাকার বাসিন্দা মোঃফারদিন উদ্দীন
হালিশহর থানা সিএমপি'র ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন- এটি
সময়োপযোগী সিদ্ধান্ত তবে বিডিঅার মাঠ সংলগ্ন এলাকা ছাড়াও পর্য্যায়ক্রমে অন্যান্য এলাকা গুলিও এই সিদ্ধান্তের অাওতায় নিয়ে অাসা উচিত।
এলাকার আরেক বাসিন্দা সাইফুল ইসলাম বলেন- এলাকায় কিশোর গ্যাং এর দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে।
তাদের দমনে কিছু শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি,,
আরেক বাসিন্দা কামাল উদ্দিন বলেন- সত্যিই পুলিশ ভালো উদ্দেশ্য কে সাধু বাদ জানাই, বি ব্লক এর ভিবিন্ন লাইনেও সন্ধার পর অনেক ছেলে মেয়ে র আড্ডা ও বহিরাগতদের আনাগোনা দেখা যায় অনুরোধ করছি এসব দিকেও নজর দিবেন।
এ বিষয় নিয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর সাথে মুঠোফোনে কথা বলতেই তিনি বলেন - হালিশহর বিডিআর মাঠ সংলগ্ন এলাকায় অল্প বয়সের ছেলে পেলেদের সন্ধার পর আড্ডা এবং চলমান পরীক্ষার্থী দের কথা মাথায় রেখে আমার এই উদ্যোগ জনগণের সারাও পাচ্ছি সময় বেধে দিয়েছি ইনশাআল্লাহ জনগণের স্বার্থে আমার দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করব।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com