প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২১, ১২:২১ এ.এম
নারায়ণগঞ্জে ১২ কেজি গাঁজাসহ ২ নারী আটক
মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় ১৪ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানাধীন বেড়াতলী এলাকার মৃত আবুল কাশেম এর স্ত্রী মোছাম্মৎ রোজী আক্তার (৩৫) এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন আনন্দপুর এলাকার কাজী শাহ আলম এর স্ত্রী হাসি আক্তার খুশী (২৭)।
১৫ নভেম্বর বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com