প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা শরীফ, কালিগঞ্জ, সাতক্ষীরা থেকে:
বিগত বছরের আলোকে এবছর ২০ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা শরীফের আস্তানা ভবনে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, 'স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা' এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফী-সাধক পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে-
ডিসেম্বর মাস ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন নলতা পাক রওজা শরীফের খাদেম ও কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মৌ.মো: আব্দুর রাজ্জাক।
বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো: সাইদুর রহমান শিক্ষক, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক, সহ-সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো: আবু সাঈদ, সাবেক নির্বাহী সদস্য মো: আনছার আলী ও ঢাকা আহ্ছানিয়া মহিলা মিশনের যুগ্ম-সম্পাদক ড. ফাহিমা খাতুন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুয়াজ্জিন মৌ. খানজাহান আলী৷
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক ডা: মো: নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ ডা: আকছেদুর রহমান, আলহাজ্জ রবিউল হক,আলহাজ্জ একরামুল রেজা, আলহাজ্জ মুজিবর রহমান শিক্ষক সহ অন্যান্য সদস্যবৃন্দ, সাবেক নির্বাহী সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো: আনিছুজ্জামান খোকন, মো: মহসীন হালদার, আস্কারপুর আলিমীয়া কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্জ মো: আকদাস হোসেন (মন্টু),
আলহাজ্জ আবুল কাশেম, প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন), আলহাজ্জ গোলাম মুকতাদির, স্থানীয় মেম্বর পদপ্রার্থী বদরুল আহ্ছান বাবু, সংবাদকর্মী মো: রফিকুল ইসলাম সহ বিভিন্ন এলাকা হতে আগত পুরুষ ও পর্দার আড়ালে মহিলা শাখা মিশনের কর্মকর্তাবৃন্দ, এবাদুল হক, রমজান আলী, ইদ্রিস আলী সহ অন্যান্য স্টাফ তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনুষ্ঠান সফল করতে যার যার অবস্থান থেকে বেশি বেশি সহযোগিতার আহবান জানান বক্তাগণ।
পরামর্শ সভার শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের ছানি ইমাম আলহাজ্জ হাফেজ মো: শামছুল হুদা।
আসন্ন ডিসেম্বর মাস ব্যাপী অনুষ্ঠিতব্য ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ অন্যান্য কর্মসূচী হলো-
৪ ও ৫ ডিসেম্বর ২০২১ শনি ও রবিবার:
খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল ও সাইট সেভার্স খুলনা এর সহযোগিতায় নলতা শরীফে চক্ষু ক্যাম্পে ছানি পড়া রোগীদের পরীক্ষা করে ৬ শত টাকার বিনিময়ে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হবে।
১১ ডিসেম্বর শনিবার :
হার্ট ও মেডিসিন ক্যাম্প (বিশেষজ্ঞ চিকিৎসকগণ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা)।
১৮ ডিসেম্বর শনিবার:
শিশু, গাইনী, নাক-কান-গলা ও মেডিসিন ক্যাম্প।
২৫ ডিসেম্বর শনিবার :
পীর কেবলা আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৮ তম জন্মবার্ষিকীর সেমিনার।
২৯ ডিসেম্বর বুধবার :
সুন্নতে খাতনা ক্যাম্প (খাতনা ইচ্ছুক বাচ্চাদের ২৭ ডিসেম্বরের পূর্বে মিশন অফিসে নাম লেখাতে হবে)।
উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্প ও অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত হওয়ার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক খোকন বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।