আজ ২২শে নভেম্বর বরকর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানা এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বরকল থানার প্রতিনিধি,
হরিণা ১২ বিজিবি জোন প্রতিনিধি,
বরকল ২৪ বিজিবি জোন প্রতিনিধি,
বরকল রাগিব রাবেয়া কলেজের অধ্যক্ষ, সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, কৃষি অধিদপ্তরের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, ১নং সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
তরুন জ্যোতি চাকমা, ৫নং বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা।
নির্বাহী অফিসার জুয়েল রানা তার বক্তব্যে বলেন সদ্য গত হওয়া ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরকল উপজেলায় তিনটি ইউনিয়নে নির্বাচন হয়। এ নির্বাচনে অংশ গ্রহণ করা প্রার্থী ও নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বিজিবি, পুলিশ, আনসার, ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভি,ডি,পি সদস্যদের বিশেষ অবদানের কথা তুলে ধরেন এবং নির্বাচনী কাজে অংশ গ্রহণ করা সকল কর্মকর্তা কর্মচারীদের বিশেষ ধন্যবাদ জ্ঞানপন করেন, তিনি বলেন সকলের আন্তরিকতায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাদ ও সুষ্ঠ স্বাভাবিক ভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সর্বনিম্ন স্থান নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন আপনারা জনগণের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেন সকল নাগরিক যে সঠিক সেবা পায় এবং কোন ভুক্তভোগী যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সভায় আলোচকরা উপজেলার আইন শৃঙ্খলার বিভিন্ন দিক আলোচনা করেন।