প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২১, ১০:২৬ পি.এম
কালিগঞ্জ ইউসিসিএ কমিটির নির্বাচনে শাহাদাত হোসেন সভাপতি নির্বাচিত
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ইউসিসিএ লিঃ এর ব্যবস্হপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আলহাজ্ব এসএম শাহাদাত হোসেন তার ছাতা প্রতিকে ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী শেখ লুৎফর রহমান তার চেয়ার প্রতিকে পেয়েছেন ৩৫ ভোট। ৪ নং ব্লকে শশাংক কুমার সরকার চশমা প্রতিকে ৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাইফুল ইসলাম আম প্রতিকে ৭ ভোট পেয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় আবুল কালাম আজাদ সহ-সভাপতি, জহুরুল ইসলাম, আজগার আলি, আশরাফ হোসেন, আবুল কাশেম ও ফারুক হোসেন সদস্য মনোনীত হয়েছেন।২২ নভেম্বর (সোমবার) বেলা ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ১শ ২ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, সদস্য হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান ও পরিদর্শক সুবীর কুমার ঘোষ দায়িত্ব পালন করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com