প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২১, ১:৫৯ পি.এম
পিরোজপুর জেলায় সুপারির বাম্পার ফলন
পিরোজপুর জেলার সবকটি উপজেলায় ঘুরে দেখা যায়। এ বছরে সুপারির রয়েছে বাম্পার ফলন। কৃষকেরা গাছ ভর্তি সুপারি পেয়ে খুশিতে আত্মহারা। প্রতি হাট-বাজারে সুপারি বিক্রি করে ক্যাশ টাকা হাতে নিয়ে খুশিতে আত্মহারা সুপারি চাষীরা। দক্ষিণ ইন্দুরকানী একজন সুবরি চাষীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমরা প্রতিনিয়ত হাটে সুবরি বিক্রি করি এবং কিছু সুপারি শুকিয়ে রাখি ভালো মানের সুপারি দিয়ে চারা উৎপাদন করি।আমরা তাঁর কাছে জিজ্ঞাসা করি কিভাবে শরীর অধিক ফলন পাওয়া যায়। তিনি বলেন ভালো ফলন পেতে হলে সুপারি গাছ বাগানে আগাছা গাছগুলো পরিষ্কার করে শুধু সুপারি গাছ রাখলে ফলন ভালো হয় এবং গাছের গোড়ায় প্রতিবছর কিছু নতুন মাটি দিলে আরো ভালো হয়। একটু যত্ন নিলে প্রতি বিঘা সুপারির বাগান থেকে বছরে দুই লক্ষ টাকা উর্জন করা সম্ভব। তবে দিন দিন হ্রাস পাচ্ছে ধানের ফসলের জমিন অনেকেই ধানের জমিন কেট তৈরি করছেন সুপারির বাগান এটা নিয়ন্ত্রণে না আনা গেলে একদিন হারয়ে যাবে ধান ফসলের ক্ষেত, গুনতে হবে চড়া মূল্যে খাদ্যদ্রব্যের দাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312