হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী ৭ জন সম্মানিত করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ডের খুলনা কর অঞ্চলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা কার্যালয়ে বেলা ১১ টায় উপ- কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল-খুলনা’র আয়োজনে উপ কর কমিশনার এস. এম. গাউস- ই-নাজ এর সভাপতিত্বে সংশ্লিষ্ট কার্যালয়ে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরে সাতক্ষীরা জেলার দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতা হিসাবে পুরস্কার পেয়েছেন মোঃ আব্দুর রশিদ ও মোঃ নজরুল ইসলাম। সাতক্ষীরা জেলার সর্বোচ্চ কর প্রদানকারী তিন জন করদাতা হলেন মোঃ আবু হাসান, মোঃ আব্দুস সবুর ও সুকুমার দাশ বাচ্চু। এছাড়া তরুণ সর্বোচ্চ করদাতা হিসাবে মোঃ শাহিনুর রহমান এবং মহিলা সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে আরতী ঘোষ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত করদাতাগণ সম্মাননা পেয়ে আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করে বক্তব্য রাখেন। সম্মানিত করদাতাগণের পাশাপাশি এ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ট্যাক্সেস বারের সভাপতি শেখ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বাবু এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠানের সভাপতি এস. এম. গাউস-ই-নাজ বক্তৃতায় বলেন- উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে তিনি দেশের সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতীয় রাজস্ব বোর্ড নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ সময়ে জাতির পিতার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে সম্মানিত করদাতাগণের নিকট সম্মাননা হস্তান্তর করতে পেরে তিনি আনন্দিত। সম্মাননা প্রদান অনুষ্ঠানের বক্তৃতায় পুরস্কারপ্রাপ্ত করদাতাগণ দেশের উন্নয়নে তাদের এই অবদানের স্বীকৃতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com