গাজী এনামুল হক (লিটন)পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
মঠবাড়িয়ায় যাওয়ার উদ্দেশ্যে খুলনা থেকে আসা বিআরটিসি বাস ও নছিমন (টমটম) এর সাথে মুখোমুখি সংঘর্ষে নছিমনে থাকা এক নারীকে চাপা দেওয়ার ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়। বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের উমেদপুর মোড়ে এ ঘটনাটি ঘটে। থানা সুত্রে জানা যায়, উপজেলার চন্ডিপুর এলাকার শহিদুল ইসলামের স্ত্রী গুরুতর আহত মাহিনুর (৪৫)।
স্থানীয়রা জানান, বাসটির সাথে টমটমটির মুখোমুখি সংঘর্ষ হলে টমটমে থাকা মহিলাটি ছিটকে বাসের চাকার নিচে পড়ে গিয়ে ওই মহিলাটির একপাশ রাস্তার সাথে পিছলিয়ে যায়। স্থানীয়রা আরও জানান ওই মহিলা টমটম চালকের আত্মীয় হয়। তাদের উভয়ের বাড়ি ইন্দুরকানী এলাকায়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, উমিদপুর মোড়ে বাস ও নছিমনের সাথে ধাক্কা লেগে মাহিনুর নামে এক মহিলা গুরুতর আহত হয়। ওই মহিলাটিকে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com