চাঁদপুরে সড়কে যেন মৃত্যুর মিছিল থামছেই না। বেপরোয়া যান চলাচলের কারণে দুর্ঘটনা থেমে নেই। জাতীয় নিরাপদ সড়ক দিবসে একদিনে ৫ জন সড়ক দুর্ঘটনায় মৃত্যু পর মঙ্গলবার শেষ বিকেলে ও সন্ধ্যায় ফরিদগঞ্জে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। পুলিশ ট্রাক্টরটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
অপরদিকে একই দিন চাঁদপুর সদর উপজেলার দাসাদি এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাপায় স্থানীয় খান বাড়ীর মান্নান তালুকদারের ছেলে কৃষক ফেরদৌস খান (৩৬) নিহত হয়েছে। এ ঘটনায় বিল্লাল হোসেন খান (৫৫) একই বাড়ির আরেক কৃষক আহত হয়। আহত বিল্লালকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি ইব্রাহিম খলিল জানান, ঘাতক বাস পিকআপ ভ্যানটি থানা হেফাজতে রয়েছে।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়কাদিয়া গ্রামের মোবারক হোসেনের পুত্র চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র সাইফুর রহমান আফিফ (১৩) আজ শেষ বিকেলে কোচিং ক্লাস শেষে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী জানান, তিনি ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছেন। আফিফের লাশ তার বাড়ি হাজী বাড়িতেই রয়েছে।
এদিকে সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই কাজী জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটিকে জব্দ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com