গোয়ায় তৃনমূল দলের বাড়া পাতে ছাই ফেলে দিল, গোয়া ফরওয়ার্ড পার্টি।। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ও তৃনমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোয়ার প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রের সফরে আছেন, ঠিক তখনই খবর এল গোয়ার তৃনমূল দলের সাথে কোন জোট করবে না ফরওয়ার্ড পার্টি। তারা জোট সরকার করতে হাত মিলাবে ভারতের জাতীয় কংগ্রেসের সাথে। আজ মমতা যখন মহারাষ্ট্রের রাজধানী বম্বাই তে পা দিয়েছেন। ঠিক তখনই ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী রাহুল গান্ধীর হাত ধরে জোট করার অঙ্গীকার করেন গোয়ার ফরওয়ার্ড পার্টি র সভাপতি শ্রী বিজয় সর দেশাই ও তার দলের বিধায়ক শ্রী বিনোদ পালিয়েকর এবং গোয়ার নিরদল বিধায়ক শ্রী প্রসাদ গোয়াঙকার। তবে যদি এমন অবস্থা হয় হয় তাহলে গোয়ার ক্ষমতা আসা দূরে থাক গোয়ার থেকে তৃনমূল দলের অস্তিত্ব মুছে পারে এমন ধারণা রাজনৈতিক মহলের। কারণ ব্যাক্তির থেকে দলের নিবিড় সম্পর্ক ভালো ভারতের জাতীয় কংগ্রেসের। ওখানে এখন পর্যন্ত বিজেপির বিরোধী দল ভারতের জাতীয় কংগ্রেস। কিছুদিন আগে ভারতের ত্রিপুরা রাজ্যের পৌরসভা নির্বাচনে গৌরিক ঝড়ের কবলে পড়ে তৃনমূল দলের প্রার্থী রা খড়কুটো র মতো উড়ে যায়। তাই তৃনমূল দলের একজন জেতা পৌরসভা র সদস্য জিতে বিজেপির দিকে পা বাড়িয়ে বেশুরো হয়েছে। ওখানে যাদের নিয়ে ঘাটি গাড়তে গিয়েছিল সেই সব খুটি অল্প বিজেপির জল পড়াতে খুটির নীচের মাটি আলগা করে দিচ্ছেন। অদূর ভবিষ্যতে ভারতের জাতীয় কংগ্রেস ও অন্যান্য দলের ভাঙ্গন ধরিয়ে নিজের ঘর গোছানো চেষ্টা করছেন সেই ঘর তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে পেড়ে যেতে পারে বলে মনে করেন ভারতের বিভিন্ন রাজনৈতিক সমলোচকরা।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com