সন্তান প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত, পিতার দায়িত্ব তার ভরণপোষণের, জানাল সুপ্রিম কোর্ট।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী এম এ শাহ এবং বিচারপতি শ্রী এ এম বোপন্নার ডিভিশন বেঞ্চ সরাসরি জানিয়ে দেন কোন সন্তান সাবালকত্ব না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের দায়িত্ব তার বাবাকে নিতে হবে। আজ সেনাবাহিনীর এক অফিসারের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বিচ্ছেদ মামলার রায় ঘোষণা করতে গিয়ে এ কথা বলেন। ঔ সেনা কর্মকর্তার সাথে বিবাহ, ২০০৫,সালে। এবং তাদের একটি সন্তান রয়েছে। পরে ঔ সেনাবাহিনীর অফিসারের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদ এর মামলা দায়ের করেন, ২০১১,সালে। তখন নিন্ম আদালতে, ১৪২,ধারায়, স্ত্রী কে খোরপোষ দেবার আদেশ দেন। কিন্তু সেনা কর্মকর্তা ঔ রায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন। এবং, ২০১৯,থেকে, তাঁর স্ত্রীর খোরপোষ দেওয়া বন্ধ করে দেন। আজ সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী এম এ শাহ ও বিচারপতি শ্রী এ এস বোপন্নার ডিভিশন বেঞ্চ পরিস্কার ভাবে জানিয়ে দেন যে তার সন্তান প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাকে ভরণপোষণের দায়িত্ব পালন করতে হবে। এবং প্রতি মাসে, ৫০,হাজার, থেকে কিছুটা কুমিয়ে দিয়ে তার ভরণপোষণের দায়িত্ব নিতে হবে। এবং ভারতের সাঙ বিধানের, ১৪২,এর, অনুচ্ছেদ সংখ্যা র ভরণপোষণের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তার ব্যাখ্যা করেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com