উচ্চ শিক্ষা লাভ করা এত সহজ নয়। পৃথিবীতে কোথাও উচ্চ শিক্ষা পাওয়া সহজ নয়। আমাদের দেশে যে পরিমাণ শিক্ষার্থী উচ্চ শিক্ষিত, পৃথিবীর খুব কম দেশে সেরকম নজির দেখা যায়। উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষকে আমরা তো নিশ্চয় বেকার তৈরি করতে চাই না। আমরা সনদধারী বেকার তৈরি করতে চাই না, বলেন শিক্ষামন্ত্রী দীপুমনি৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা তাকে (প্রধানমন্ত্রী) আরও বেগবান করার জন্য তার হাতকে শক্তিশালী করি এবং সেজন্য আমাদের শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে।” শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীদের গুণগত মানের বিষয়ে মন্ত্রী বলেন, “একজন শিক্ষার্থীকে শুধু সনদ দেওয়ার মধ্য দিয়েই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব শেষ হয় না। ওই শিক্ষার্থী বেরিয়ে কর্মসংস্থান করতে পারল কিনা, উদ্যোক্তা হতে পারল কিনা, সে কোথাও ভালো চাকরি পেল কিনা-সেটি নিয়ে আমার আর দায়িত্ব নেই, তা যেন না হয়।”
অনুষ্ঠানে সভাপতি ছিলেন রাবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।
বিশেষ অতিথি ছিলেন দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এর আগে সকালে শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ শামসুজ্জোহার মাজার ও প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি ছাত্রীদের দশতলা আবাসিক ‘শেখ হাসিনা’ হলের নির্মাণকাজ উদ্বোধন করেন৷
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com