বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুনে পুড়ে ছাই হয়েছে পীযুষের পরিবারের স্বপ্ন। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওতাধীন রনগাঁও গ্রামের মৃত মেঘলাল এর ছেলে পীযূষ রায়ের বসতবাড়িতে। ৪ ডিসেম্বর শনিবার সকালে পীযুষ ও তার স্ত্রী বিউটি তাদের দুই সন্তান অর্জুন ও নন্দনী কে রেখে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ পেয়ে পীযুষ ইটভাটার কাজ ছেড়ে দৌড়ে এসে দেখেন
বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুন লেগে বাড়ির গবাদিপশু সহ সবকিছু পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়। এঘটনার সংবাদ পেয়ে ওই দিন রাতেই অসহায় পিযূষের পোড়াবাড়ি পরিদর্শন করতে যান আসন্ন ইউপি নির্বাচনে ৫ নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দুলাল হোসেন। দুলাল হোসেন ঘটনাস্থল রনগাঁও গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পিযূষ দম্পতির হাতে সহযোগিতা সরূপ নগদ অর্থ প্রদান করে সমবেদনা জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com