মহান মুক্তিযুদ্ধে স্বৃতিচারণ নিয়ে লেখা লেখি করতে গিয়ে আজ একটা নিজের স্বৃতিচারণ মৃলক টপিক মনে পড়ল। আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম। এর উওর জানতে চাইলে আপনি কি বলবেন। জানি আপনি ও বলবেন। ব্যাঙ্গালী জাতির অধিকার,প্রাপ্যতা,ইত্যাদি আদায়ের জন্য আমরা ১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলাম।
স্বাধীনতার ৫০ বছর পৃণ হয়ে আজ এই বিজয়ের উল্লাসে আমার একটা আফসোস রয়েগেছে। আমরা ব্যাঙ্গালী জাতি হয়ে নিজেদের মধ্যে হিংসা, বিদ্বেষ, মত প্রকাশের স্বাধীনতা কমতি রয়েগেছে।
বিশেষ করে আমরা ছোট একটা বিষয় স্বদেশ প্রেম বা দেশিপণ্য নিয়ে যদি কথা বলি। তাহলে আমাদের অনেকের মাঝে দেশের প্রতি বা জাতির প্রতি, দেশিপণ্যের প্রতি যে ভালবাসা কমতি রয়েছে তা বের হয়ে যাবে।
আজ আমরা পোশাক নিয়ে যদি কথা বলি পাকিস্হান ,ইন্ডিয়ান,চায়না ইত্যাদি বিদেশি ব্রান্ডের পোশাকে কথা আগে বলি। এগুলো পরলেই মনে হয় নতুনরৃপে একজন দামী মানুষ। আসলো কি তাই।
অবশ্যই না, কারণ ব্যাঙ্গালী জাতির অফুরন্ত ভালবাসা ভাললাগা রয়েগেছে ব্যাঙ্গালী পোশাকে। বাংলাদেশের মত জায়গায় কুমিল্লার খাদির কাপড়,ঢাকাই জামদানী শাড়ি, টাঙাইলের খেস কাপড় শাড়ি,শাহাজাদপুরের লুঙ্গী বাইরের দেশে প্রচুর চাহিদা থাকলে আমাদের দেশের মানুষ অবহেলা করে চলে। আসলো এই বিষয় গুলো আমাদের দেশত্ববোধ্য মায়া ভালবাসা কমতি বুঝায় সাথে দেশ দারিদ্র্য বাড়ানোর এক কৌশল।
আমরা যদি আমাদের দেশি পণ্যের উপর চমৎকার নকশা উপমা দিয়ে আরো যুগোপযোগী করি তাহলে দেশের সুনাম বৃদ্ধিপাবে,দেশত্ববোধ্য বাড়বে,অথনীতির মৃল চালিকাশক্তি আরো বেগমান হবে।
সবমিলে আমরা স্বাধীনতার ৫০ বছর পৃতি উপলক্ষে আবারো মাথা উঁচু করে বাচঁতে চাই,স্বাধীনতা মত প্রকাশ চাই,নিজেদের দেশের পণ্য নিজেরেই ব্যবহার করতে চাই।
মো: মাসুদ রানা
প্রতিষ্ঠাতা,ফ্যামিলি ফ্যাশন
পাবনা জেলা প্রতিনিধি
মানুষের কল্যাণে প্রতিদিন
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com