রয়টার্সের খবরে বলা হয়, সোমবার জাকার্তা থেকে সুমাত্রার পেংকাল পিনাং শহরে যাওয়ার জন্য উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় লায়ন এয়ারের ফ্লাইট জেটি-৬১০ এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ রয়টার্সকে বলেছেন, “উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, এটা নিশ্চিত।
লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটিতে ১৮৯ জন আরোহী ছিলেন। যেখানে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ওই এলাকায় বিমানের সিটসহ বিভিন্ন টুকরো পাওয়া গেছে বলে সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান মুহাম্মদ সায়ুগি জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আরোহীদের মধ্যে কেউ বেঁচে আছেন কি না- তা এখনও আমরা জানি না। আমরা আশা করতে পারি, প্রার্থনা করতে পারি, কিন্তু নিশ্চিত করে বলতে পারি না।”
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com