আজ কলকাতা থেকে কয়লা পাচার কান্ডের মূল নায়ক শ্রী বিনয় মিশ্রের ভাই শ্রী বিকাশ মিশ্র কে গ্রেফতার করে সিবিআই।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। পশ্চিম বাংলার কলিয়ারী এলাকায় দাপটের সাথে বেআইনি ভাবে কয়লা পাচার করে যাচ্ছিলেন কয়লা পাচার কান্ডের মূল নায়ক শ্রী বিনয় মিশ্রের দল বল। তাতে কয়েক কোটি টাকার বিনিময়ে ও ক্ষতি হয় ভারত সরকারের। তার ভারত সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে তখন বেরিয়ে আসে মূল নায়ক শ্রী বিনয় মিশ্রের নাম ও তার ভাই বিকাশ মিশ্রের নাম। শুধু তাই নয় এই কয়লা পাচার কান্ডের মধ্যে জড়িত আছেন বড় বড় রাঘব বোয়ালরা। এবং রাজনৈতিক দলের নেতা। সি বি আই ও ই ডি যৌথ উদ্যোগে তদন্ত শুরু করে। এবং পশ্চিম বাংলার কয়লা পাচার কান্ডের মূল নায়ক শ্রী বিনয় মিশ্র আগে দেশ থেকে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে তদন্ত করে সি বি আই ও ই ডি বিনয় মিশ্রের প্রায়, ১৩,কোটি, টাকার বিনিময়ে রাখা সম্পত্তি বাজেয়াপ্ত করে। আজ কয়লা পাচার কান্ডের মূল নায়ক শ্রী বিনয় মিশ্রের ভাই শ্রী বিকাশ মিশ্র কে কয়লা পাচার কান্ডে কলকাতার একটি ই এম বাইপাসের কাছে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর তাকে গ্রেফতার করে সি বি আই। তদন্ত গুটিয়ে আনতে দ্রুত ব্যাবস্থা নিতে চলেছে সি বি আই ও ইডি।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com