কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে সভাপতির জামাই, মেয়ে, ভাগ্নী ও ভাইসহ এক পরিবারের সাতজন, শিক্ষার মান ও প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে মুখ থুপড়ে পড়েছে। অভিভাবকসহ সচেতন মহলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আবারও পিছনের দরজা দিয়ে মাদ্রাসার সুপারের যোগসাজসে পরিবারতন্ত্র কমিটি গঠনের পায়তারা চলানোয় ফুঁসে উঠেছে অভিভাবকসহ স্থানীয়রা। সংশ্লীষ্ট অধিদপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ।
অভিযোগ সুত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার মৌতলা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে নানান অনিয়ম ও পরিবারতন্ত্রের অভিযোগ উঠেছে। মাদ্রাসার সুপার মাওঃ মুহাসীন আলীর যোগসাজসে দীর্ঘদিন বিতর্কিত কমিটি গঠন করায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে সভাপতি সৈয়দ আলী আফছার, দাতা সদস্য সভাপতির ভাই সৈয়দ আমিমুল হাসান, অভিভাবক সদস্য সভাপতির ভাই সৈয়দ বাকী বিল্লাহ, অভিভাবক সদস্য সভাপতির পুত্র সৈয়দ জাকির হোসেন, অভিভাবক সদস্য সভাপতির জামাই আয়ুব আলী, অভিভাবক সদস্যা সভাপতির পুত্রবধু সোহেলী আক্তার, টিআর সদস্য সভাপতির ভাগ্নী জেসমিন সুলতানা। অনুরুপ ভাবে পুনরায় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা করা হচ্ছে বলে জোরালো অভিযোগ উঠেছে অভিভাবক মহল থেকে। তাদের অভিযোগ মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে পরিবারতন্ত্র কমিটি পিছিয়ে আছে। তারপরেও অতিচালাক সুপার মাওলানা মুহাসীন আলী পরিকল্পিতভাবে হীন কমিটি গঠনে অপতৎপরতা চালায়ে যাচ্ছেন মর্মে তর্থ্য পাওয়া গেছে। এ বিষয়ে কমিটির সভাপতির মোবাইলে যোগাযোগ করলেও রিসির্ভ না করায় কথা বলা সম্ভব হয়নি। এদিকে মাদ্রাসার সুপার মাওলানা মুহাসীন আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়া ও আলোচনানান্তে হচ্ছে বলে জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com