আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনে ৩ দিন ব্যাপী বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাহরাইনে অবস্থিত বাংলাদেশ স্কুলের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির সহযোগীতায় বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে স্থানীয় সময় বিকেল ৫ ঘটিকায় বিজয় মেলার এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
শ্রম কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায়
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মো. হারুনুর রশিদ, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মইজ চৌধুরী সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
আগামী ১৬, ১৭ ও ১৮ই ডিসেম্বর প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।মেলায় থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্পজাত দ্রব্য, গার্মেন্টস সামগ্রী সহ সব ধরনের স্টল।
এতে অন্যান্য আয়োজনের মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে প্রতি দিন থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় পুরষ্কারের র্যাফেল ড্র।
মেলায় প্রবেশ জন্য ১ দিনার ফি নির্ধারণ করা হয়েছে। মেলা থেকে অর্জিত অর্থ স্কুলের অবকাঠামোগতসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে বলে আয়োজকবৃন্দ জানিয়েছেন।
এ ব্যাপারে রাষ্ট্রদূত বাহরাইন প্রবাসী সব বাংলাদেশ কমিউনিটির সহযোগিতা কামনা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com