তন্ময় শাহ্, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
আসন্ন ২৬ই ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার বিকাল ৪ ঘটিকায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদ এর নৌকার মাঝি রইজ উদ্দিন সাজুকে জয়ের লক্ষে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের কর্মী দের নিয়ে গড়েয়া আওয়ামী পার্টি অফিসের সামনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও উপজেলার মাটি ও মানুষের আস্তা বাজন, গরীব দুঃখী অসহায় মানুষের মেহনতী বন্ধু অরুনাংশ দত্ত টিটো ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ,স,ম গোলাম ফারুক রুবেল সহ ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও পৌরমাতা আঞ্জুমান আরা বন্যা,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজুর রহমান দুলাল,ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা
এসময় বক্তারা নৌকার মাঝি কে জয় করার লক্ষে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন, এবং সকলকে মিলেমিশে কাজ করার জন্য অনুরোধ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী জনাবা শেখ হাসিনা ও ঠাকুরগাঁও ১আসনের এমপি রমেস চন্দ্র সেন মহোদয় এর মনোনীত নৌকার মাঝি রইজ উদ্দিন সাজু তার বক্তব্যে বলেন, আমি যদি এইবার নির্বাচনে জয়লাভ করে চেয়ারম্যান হতে পারি, যদি আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয় করেন তাহলে আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে, সব সময় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থাকবো।
তিনি আরো বলেন,আপনারা পাশে থাকলে আমি জয় হবো, যদিও জয় হতে পারি তাহলে আমি সব সময় আপনাদের সকলের পাশে থাকবো, এবং আমার শেষ জীবন আমি আপনাদের সকলের সাথে কাটিয়ে দিবো।
রায়হান উদ্দিন রিপন এর সঞ্চালনায়, আফিজা রহমান দুলাল এর সভাপতিত্বে আজকের কর্মী সমাবেশ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।