প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২১, ১২:৩০ এ.এম
কালিগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরন বিতরন
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে হুইল চেয়ার, ক্ষুদ্র ব্যবসার মালামাল ও স্কুল শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে প্রতিবন্ধী জনগোষ্টির দক্ষতাবৃদ্ধি করে জীবন যাত্রার সহযোগীতা করা প্রকল্পের আওতায় মথুরেশপুর ইউনিয়নের ৩৩ জন প্রতিবন্ধী পরিবারের মধ্যে ২০ জনকে হুইল চেয়ার, ৬জন ক্ষুদ্র ব্যবসা উন্নয়নে মালামাল সহায়তা ও ৭জন (ছাত্র-ছাত্রী শিশুকে শিক্ষা উপকরন সামগ্রী প্রদান করা হয়। সুশীলনের নিবার্হী কমিটির সভাপতি ও কালিগঞ্জ সককারী কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নবযাত্রার ফিল্ড অফিস ম্যানেজার আশিষ কুমার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যাত্রা ফেডারেশনের সভাপতি কাজী আব্দুর রহমান, মৌতলা ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক রুহুল আমিন, দঃশ্রীপুর আ'লীগের সাধারণ সম্পাদক আফছার আলী সরদার প্রমুখ। বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলন ১৯৯১ সাল থেকে দক্ষিণ-পশ্চিম উপকুলীয় অঞ্চলের হতদরিদ্র, অসহায়, মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন দাতাসহ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে দক্ষীন পশ্চিমাঞ্চলে আত্মমানবতার সেবায় কাজ করে আসছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com