প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২১, ১২:৫৭ এ.এম
রাজশাহীতে তৃতীয় লিঙ্গের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে পরিবার পর্যায়ে কাউন্সিলিং বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সভা উদ্বোধন করেন দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরীকা খান। নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের কোষাধ্যক্ষ জুলি ও অত্র প্রকল্পের ফাইনান্স অফিসার মোস্তাক আহম্মেদ। সভা পরিচালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হক রায়হান। সভায় মোট ২৫ জন তৃতীয় লিঙ্গের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা, বৈষম্য দূরীকরণ,সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানে বাধা দুরীকরণ ও সরকারী সহযোগিতা পেতে বাধা সমুহ দূর করা ও পৈত্রিক সম্পদে অংশিদারিত্ব বিষয়ে আলোচনা হয়। এছাড়াও জন্মগতভাবে পরিবারের সাথে তৃতীয় লিঙ্গের সন্তানেরা যেন থাকতে পারে তার ব্যবস্থা, লেখাপড়া করানো এবং মানুষের মত হিসেবে গড়ে তুলতে পরিবারের সদস্য ও অবিভাবকদের ভূমিকা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।
উপস্থিত অভিভাবকগণ বলেন, আর নয় অবহেলা, নয় সামাজিক বৈষম্য, নয় তথাকথিত মানুষের কটুক্তির তোয়াক্কা। এখন থেকে প্রতিটি সন্তানের ন্যায় তৃতীয় লিঙ্গের সন্তানকেও তারা লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com