প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২১, ৫:১১ পি.এম
কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস বিভিন্ন কর্মসূচী পালন
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার ডাকবাংলা মোড়স্থ স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রোকনুজ্জামান বাপ্পী। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলার সোহরাওয়াদী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মাঠে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ও উপজেলা আ' লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী আত্মসমপনের আগে বিজয়ী জাতিকে মেধাশূন্য করার জন্যে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিকদের নির্মম ভাবে হত্যা করে। আলবদর, আল শামস সহ সকল রাজাকার বাহিনী এই হত্যাযজ্ঞে তাদেরকে সহায়তা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর পাকিস্থানের জেনারেল নিয়াজির নেতৃত্বধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং লাল সবুজের পতাকায় স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com