প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২১, ৫:৫৭ পি.এম
সোনারগাঁয়ে বিজয় দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
মাজহারুল রাসেল : আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ৫০ বছর আগে ১৯৭১ সালের এ দিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। জাতির ভাগ্য আকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়।
দখলদার পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণির মানুষ ও সংগঠন।
বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা,উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
পরে এক এক করে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা,বিএনপি,জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের শ্রেণি পেশার মানুষ।
বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মাধ্যমে মিলাদ মাহফিল,কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন প্রকার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com