আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি:
বাংলাদেশের ৫০ তম মহান বিজয় দিবস বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে
বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম, দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম,শ্রম কাউন্সিলার শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও দূতাবাসের প্রথম সচিব মো. হারুনুর রশিদ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক,রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এসময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়।
বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,
রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম বক্তৃতার শুরুতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সেদিন সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জাতির জনক নেতৃত্বে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও ২ লাখ মা বোনের সম্ভ্রবহানীর বিনিময়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে দৃঢ় করতে সক্ষম হয়েছে বলে তিনি সকল প্রবাসী নাগরিককে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় ভুমিকা রাখার আহবান জানান।
এসময় বাংলাদেশ স্কুলের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র - ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দূতাবাসের অনুবাদক মো. আশরাফুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com