আজ গভীর সুন্দর বনের জয়নগর থানা এলাকায় সেফ লাইফ ও সেফ ড্রাইভের শুরু উদ্বোধন করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য শ্রী বিভাস সরদার।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে গভীর সুন্দর বন এলাকায় জয়নগর থানা তে আজ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণীয় শুরু হল পদ চালিত নিরাপত্তা ও দুর্ঘটনা রুখতে সাধারণ গাড়ি চালকদের নিয়ে সেফ লাইফ ও সেফ ড্রাইভের কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নেন জয়নগর থানা এলাকার বহু মানুষ ও পথচারী। সেই সঙ্গে পথ নিরপত্তা কেমন হবে তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন জয়নগর থানার পক্ষ থেকে। এই পথ নিরাপত্তা ও সেফ লাইফ ও সেফ ড্রাইভের কর্মসূচি তে ভাগ নেয় জয়নগর থানার আই সি ও পুলিশ অফিসার এবং সিভিক পুলিশ সহ জন প্রতিনিধি রা। সেই সঙ্গে বারুইপুর জেলা পুলিশের পক্ষ পথ নিরাপত্তা ব্যবস্থা কঠোর ভাবে মানতে বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে প্রচার শুরু করেছে। ইতিমধ্যেই জেলা পুলিশের সুপার শ্রী ভৈরব তেওয়ারী আই পি এস ও বারুইপুর জেলা পুলিশের জোনাল সাহেব এবং এস ডি পি ও বারুইপুর ও আই সি বারুইপুর থানা শ্রী দেবপ্রসাদ রায় ও আই সি বারুইপুর মহিলা পুলিশ শ্রী মতি কাকলী ঘোষ কুন্ডু ও অন্যান্য পুলিশ অফিসাররা রাস্তায় নেমেছে। এবং বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা ও সেফ লাইফ ও সেফ ড্রাইভের কর্মসূচি তে নানা কর্মসূচি নিয়েছে সাধারণ মানুষের জন্য ও পথ চলিত সাধারণ মানুষের কথা মাথায় রেখে। এই কর্মসূচিতে সাফল্য অর্জন করতে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com