আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি:
বাংলাদেশের ৫০ তম বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ স্কুল কর্তৃক আয়োজিত,বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্বাবধানে ও বাংলাদেশ কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ স্কুলের নিজস্ব ভূমিতে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার স্থানীয় বিকালে ৪ ঘটিকার সময় বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ড.মুহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মো.রবিউল ইসলাম,লেবার কাউন্সিলর শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম,দূতাবাসের প্রথম সচিব মো.হারুনুর রশিদ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।পরে উপস্থিত সবাইকে নিয়ে মেলার অবস্থিত স্টল পরিদর্শন করেন।
রাষ্ট্রদূত ড.মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আগামী ডিসেম্বরের ভিতরে স্কুলের নিজস্ব জায়গায় বিদ্যালয় নির্মাণাধীন দেখা যাবে।বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে জনান আটকে পড়া প্রবাসীদের সংখ্যা ৯২৫ জন তারমধ্যে প্রায় ১৫০ থেকে ৩০০ জনের মালিকদের সাথে কথা বলা হয়েছে। তাদেরকে বাহরাইনে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত আছে এবং যারা আসতে পারবেন না তাদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগl করে দেয়ার জন্য দূতাবাসের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com