প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২১, ৮:৫৩ পি.এম
কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে
হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় ‘‘আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা'র কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ‘‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা' অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’’ দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো। দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ার, উপজেলা তথ্যআপা মিনারা পারভীন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, শিক্ষিকা কনিকা রানী সরকার প্রমুখ। সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ববলেন-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক ও যুবতীরা বিদেশে গেলে কম ক্ষতিগ্রস্থ হবেন বলে মনে করি। অনেকে ভ্রমন ভিসায় বিদেশে গিয়ে পরিচিতদের বাসায় কিংবা দালালদের মাধ্যমে কারোর বাসায় কাজের সুযোগ পান। যেহেতু তিনি বৈধভাবে সেখানে যাননি একারণে ঔব্যাক্তি জিম্মি থাকে কপিলদের হাতে। সে কারণে তারদিয়ে অনেক অসামাজিক কাজসহ জটিল কাজ করানো হয়। তখন তার নানান আকুতি আর মিনতি করা ছাড়া আর পথ থাকেনা। তাই আমি বলবো এভাবে অবৈধ ভাবে নাগিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে বিনা খরচে বিদেশ যাবেন তাহলে অহেতুক ক্ষতিগ্রস্থ হবেন না। তিনি আরও বলেন-আপনার সন্তানকে শুধু উচ্চ ডিগ্রীধারী করার চিন্তা করে বেকারের তালিকায় আনবেন না, পারলে তাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারেন। তাহলে অন্তত আপনার সন্তান আর বেকার থাকবে না।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com