প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৯:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২১, ৮:৫৬ পি.এম
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ভুমি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (১৮ ডিসেম্বর )বেলা ১১ টায় উপজেলা রাজস্ব অফিস পাঠাগার কার্যালয়ে উপজেলা ভূমি কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের ম্যানেজার আলমগীর হোসেন, সভায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইলাদেবী মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ভূমি কমিটির সদস্য এম হাফিজুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সেলিম শাহরিয়ার , গাজী জাহাঙ্গীর কবির, শান্তি চক্রবর্তী, সম্পা গোস্বামী, শিক্ষক সাইফুল ইসলাম, কনিকা রানী সরকার, প্রদীপ কুমার, নুপুর দাস, আবু তাহের প্রমুখ। সভায় সকলের সর্বসম্মতিতে কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির প্রায়াত সভাপতি অধ্যাপক আব্দুল খালেক এর স্মরণসভাসহ ভূমিহীন আন্দোলনের পথিকৃৎ যারা আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন বিশেষ করে ভূমিহীন নেত্রী জাহেদার মৃত্যুর পর থেকে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলেন জেলা ভূমি কমিটির সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম, এ্যাডঃ ফিরোজ আহমেদ, সাংবাদিক আশরাফুল ইসলাম টুটুল, কৃষক নেতা সাইফুল্লা লস্করসহ যারা মৃতবরণ করেছেন তাদের স্মৃতি রক্ষার্থে, এবং মুজিব শতবর্ষ, ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। ভূমি কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক সুকুমার দাস বাচ্চুকে আহ্বায়ক ও সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি স্মরণিকা প্রকাশের উপ কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com