তৃনমূল দলের নেতা শওকাত মোল্লা র ঘনিষ্ঠ মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল নেতা সুজাউদ্দিন গুলিবিদ্ধ, অভিযোগের তীর মগরাহাট পশ্চিমের বিনায়কের দিকে।। গতকাল ঠিক রাত, ৯,টার, সময় দুস্কৃতিকারীদের দ্বারা গুলিবিদ্ধ হন পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর সভাপতি বিধায়ক জনাব শওকাত মোল্লার ঘনিষ্ঠ এবং মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লার সাথী এবং মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের যুব সভাপতি জনাব সুজাউদ্দিন গাজী। এই ঘটনার পর মগরাহাট পশ্চিমের তৃনমূল যুব সভাপতি র পক্ষ থেকে সরাসরি অভিযোগ করেন যে এর জন্য দায়ী মগরাহাট পশ্চিমের বর্তমান বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা। কারণ কিছু দিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল সভাপতি জনাব কুতুবউদ্দিন লস্করের বিরুদ্ধে অনাস্হা আনতে মগরাহাট পশ্চিমের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা ফোনে হুমকি দেন। সেই রেকর্ড আজও মিডিয়ার কাছে আছে। সেখানে দেখা যায় যে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের এক সাবেক নেতা কে নিদের্শ দেন যে কোনো পরিস্তিতিতে যেন কুতুবউদ্দিন লস্কর কে প্রধান থেকে সরিয়ে দেয়া হয়। তাই নিয়ে প্রতিবাদ করেন মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের যুব সভাপতি জনাব সুজাউদ্দিন গাজী। এর পর মগরাহাট পশ্চিমের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা সরাসরি যুব সভাপতি কে মারার হুমকি দেন। গতকাল যখন তিনি কারবেলার হাট থেকে বাড়ি ফিরছেন ঠিক তখনই তিন চার জন দুস্কৃতিকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এবং গুলিবিদ্ধ হয়ে আজ কলকাতা হাসপাতালে মৃত্যু র সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনার পর উস্হি থানার পক্ষ থেকে তদন্ত শুরু করে দিয়েছে। এবং দোষীদের ধরতে পুলিশ প্রশাসন কে অনুরোধ করেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি জনাব ইমরান মোল্লা। তিনি ঘটনার পর বিস্তারিত বিবরণ দিয়েছেন তৃনমূল দলের রাজ্যে নেতৃত্ব কে। তবে একটি মহল থেকে পাওয়া সূত্র জানায় যে মগরাহাট পশ্চিমের যুব সভাপতি জনাব ইমরান মোল্লা কে রাজনৈতিক ভাবে সরাতে তৎপর হয়েছে মগরাহাট পশ্চিমের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা। তিনি বিভিন্ন দল থেকে নেতা ও কর্মীদের এনে পুরাতন নেতা ও কর্মীদের সরাতে চাইছেন বলে জানা গেছে।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com