গাজী এনামুল হক( লিটন) পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার ১১ঃ৩০ থেকে ১২ঃ৪৫ পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে গণযোগাযোগ অধিদপ্তর, জেলা তথ্য অফিস পিরোজপুর আয়োজিত এক আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা জনাব শাহআলম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মাননীয় জেলা প্রশাসক।
মুনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা।
গৌতম নারায়ণ রায় চৌধুরী, মুক্তিযুদ্ধা
জিয়াউল আহসান গাজী, সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা আওয়ামী যুবলীগ।
বাবু সমীর কুমার দাস, মুক্তিযোদ্ধা।
আলোচনায় বক্তাগনরা বলেন মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বলেন অনেক ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মের জানা উচিৎ। পাকিস্তান হানাদার বাহিনী নির্বিচারে এদেশের মানুষকে হত্যা করে ছিল। এতে ৩০ লক্ষ মানুষ শাহাদাৎ বরন করেছিলেন এবং ২ লক্ষ মা বোনেরা সম্ভ্রব্য হারিয়ে ছিলেন ।
পৃথিবীর কোন স্বাধীনতা যুদ্ধে এত লোক শহীদ এবং এত ক্ষয়ক্ষতি হয়নি, যা বাংলাদেশ হয়েছিল।
এই যুদ্ধে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের সর্বদিক দিয়ে সাহায্য সহযোগী করেছিলেন ।
মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি আমাদের বিরোধীতা করেছিল। তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করে বাংলাদেশের বিপক্ষে সপ্ত নৌ- বহর পাঠিয়েছিল । বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে বন্দিছিলেন।
তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রগান্ধী অবস্থা খারাপ দেখে তিনি রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছিলেন । রাশিয়া ইন্দ্রগান্ধীর কথায় সারাদিয়ে বাংলাদেশের পক্ষ অবলম্বন করে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দেন। যার ফলে মার্াুন যুক্তরাষ্ট্র সপ্ত নৌ- বহর ফিরিয়ে নিকে বাধ্য হয়।
জেলা প্রশাসক জনাব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন ১৯৭১ সালের আগে বাংলাদেশের অবস্থা কি ছিল আর এখন কি হয়েছে। তখন অনেক মানুষ না খেয়ে থাকত। আর এখন কোন মানুষ না খেয়ে থাকেন না। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব দেশ এগিয়ে চলছে , এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা করেছেন ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে আমাদের সকলের সেলক্ষ্য কাজ করে যেতে হবে। পরিশেষে তিনি মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরনকারী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।