ইসতিহাক আহমদঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দীর্ঘ কয়েক বছর পর জাতীয় পার্টি (এরশাদ) এর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা জাতীয় পার্টি।
২৩ ডিসেম্বর (বুধবার) জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব হাজী মোঃ কামাল হোসেন আহমেদ রিয়াজ কে সভাপতি, বাবলুর হোসেন রিয়াজকে সাধারণ সম্পাদক ও সুলেমান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি উপজেলা শাখার কমিটির অনুমোদন দিয়েছেন। একই সাথে মীর মুজিবুর রহমানকে আহ্বায়ক, মোঃ গোলাম কিবরিয়া সি.যুগ্ম আহবায়ক ও কামাল আহমদ চৌধুরীকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বিগত দুই মাস পুর্বে জাতীয় পার্টি'র (এরশাদ) বড়লেখা উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটি.ইউ তাজ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম.এ মুনিম চৌধুরী বাবু, যুগ্ম মহাসচিব মঞ্জুর হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট মাহবুবুল আলম শামীম, সদস্য সচিব হাজী কামাল হোসেন।
সম্মেলন শেষে ২৩ অক্টোবর জেলা আহবায়ক এডভোকেট মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব হাজী কামাল হোসেনে মো. আহমদ রিয়াজকে সভাপতি ও মো. বাবরুল হোসেন রিয়াজকে সাধারণ সম্পাদক মনোনীত করে জাতীয় পার্টি বড়লেখা উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয় এবং আগামী এক মাসের মধ্যে উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করে জেলা জাতীয় পার্টি।
এদিকে দলীয় সুত্রে জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ৩০০ আসনে প্রস্তুতি গ্রহণ করছে জাতীয় পার্টি। দলকে আরোও সুসংগঠিত করতে প্রত্যেকটি উপজেলায় সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছে দলটি । এদিকে জাতীয় পার্টির বড়লেখা উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মো. আহমেদ রিয়াজকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে তাগিদ দিয়েছেন দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com