তন্ময় শাহ্, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে। এতে গৃহহীনরা ঘর পেয়ে অনেকে খুশি হলেও তাদের সঠিক কর্ম না থাকায় প্রধানমন্ত্রীর কাছে কর্মের ব্যবস্থা চান তারা।
২৪ ডিসেম্বর বিকাল ৪ টায় সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়নের কান্দর পাড়া গ্রামে অবস্থিত আশ্রয়ণ-২ প্রকল্পের সোনালী স্বপ্নালয়ে ৩৩টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়। এসময় আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া পরিবার গুলো ঘর পেলেও তাদের কর্মসংস্থানের দাবির কথা জানান সাংবাদিকদের।
তারা জানান, এতোদিন আমাদের নিজের ঘর ছিল না। আজকে আমাদেরকে প্রধানমন্ত্রী ঘর দিয়েছেন। ঘর পেয়ে আমার খুব আনন্দিত। কিন্তু প্রধানমন্ত্রী যদি আমাদের একটা কাজের ব্যবস্থা করে দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। এছাড়াও তারা এখানকার রাস্তা ঘাট মেরামত করার দাবি জানান।
গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
এসময় বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা, একজন মানুষও গৃহহীন থাকবে না। সেটা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। গত বুধবারে আমার কাছে কিছু মানুষ গিয়েছিল। তারা তাদের থাকার সমস্যার কথা জানাই। তাই আজকে তাদেরকে গৃহ হস্তান্তর করা করা হবে। এছাড়াও তিনি তাদের সবাইকে একসাথে মিলেমিশে থাকার আহব্বান করেন।
আলোচনা সভা শেষে, গৃহহীন ৩৩টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক ও এসময় তাদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে মোট ৩’শ জনকে কম্বল বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
সদর উপজেলার নির্বাহী অফিসার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সদর উপজেলায় ৯’শ ৫৩টি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে আরও ৩’শ ৫০ টি ঘর নির্মাণ প্রক্রিয়া চলমান আছে এবং এই গুলো প্রতিনিয়ত পরিদর্শন করি ও দেখি কারও কোন সমস্যা, দূর্দশা ও কষ্ট হয়েছে কিনা। যারা ঘর পেয়ে ঘরে থাকেনা অন্যত্র চলে গেছে তাদেরকে বের করে দিয়ে আমরা প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান করছি। তারই অংশ হিসেবে আজকে জেলা প্রশাসক স্যার গৃহহীনদের মাঝে ঘর প্রদান করেন।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা যে, একজন মানুষও গৃহহীন থাকবে না। আমরা সেই লক্ষে কাজ করছি। ঠাকুরগাঁও জেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায় মিলে মোট ৪ হাজার ২’শ ৩ টি ঘর করা হয়েছে। এবং তৃতীয় পর্যায়ে ৯’শ ৮৩টি ঘরের নির্মাণ কাজ চলমান আছে। তিনি আরও জানান, আজকে যাদের ঘর দিয়েছি তারা আমার কাছে গিয়েছিল অন্য কাজে। কিন্তু আমি শনাক্ত করি যে তাদের থাকার সমস্যা আছে। তাই আমি আজ নিজেই তাদের ঘরে তুলে দিলাম। যারা এখানে উঠেছে তাদের একটা নতুন ঠিকানা হলো। এই ঠিকানাটাই একদিন তাদের গর্বের জায়গা হবে।