প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২১, ৩:২৪ পি.এম
চন্দ্রঘোনায় উৎসবমুখর পরিবেশে খ্রীস্টান সম্প্রদায়ের বড়দিন উৎসব উদযাপন
সকালে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবে এই প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় দীপংকর তালুকদার এমপি এবং আমন্ত্রিত অতিথিরা কেকে কেটে বড়দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বির্দশন বড়ুয়া, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিচ আজগর, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবলা খিয়াং।
তিনি আরোও বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এই পার্বত্যঞ্চলে হাজার হাজার টাকার উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এতে পার্বত্য এলাকার চিত্র দিন দিন পাল্টে যাচ্ছে। এতে করে পার্বত্য এলাকার বসবাসরত মানুষ এর সুফল ভোগ করছে। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।
এর আগে চার্চের পালক রেভারেন্ড সখরিয় বৈরাগী শুভ বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। প্রার্থনা সভায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে কর্মরত বিদেশী চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা খ্রীস্ট সংগীত পরিবেশন করেন এবং মন্ডলীর সদস্যরা খ্রীস্ট সংগীত এবং সানডে স্কুলের সদস্যরা নৃত্য পরিবেশন করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com