যৌন নির্যাতনের শিকার অন্তসত্ত্বা যুবতীর গর্ভপাত করতে হাইকোর্টের বিচারপতি র দারস্থ।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। কয়েক মাস আগে পশ্চিম বাংলার হাওড়া জেলার বালির নিশ্চিন্দিপুরের বাসিন্দা এক, ১৭,বৎসরের, নাবালিকা কে ফুসলিয়ে নিয়ে যায় শ্রী মুন্না ধানুকা নামে পরিচিত প্রতিবেশী বাসিন্দা। ঐ নাবালিকা কে কলকাতা থেকে সোজা হাওড়া হয়ে উত্তর প্রদেশের রাজধানী লখনউ তে নিয়ে যায়। সেখানে অন্বার হোটেলে ভাড়া নিয়ে থাকতে থাকে। মেয়েটির বাবা পেশায় রাজমিস্ত্রি ও মেয়েটির মা আয়ার কাজ করেন। ঘটনাটি তারা বালি থানাতে জানান। এর পর হাওড়া জেলা পুলিশ তাদের কে উত্তর প্রদেশের লখনউ র অন্বার হোটেল থেকে উদ্বার করে। এবং গত, ১৬,ই, নভেম্বর হাওড়া জেলা আদালতে মামলা দায়ের করেন। অপহরণ কারী মুন্না ধানুকা কে গ্রেফতার করে কোট মারফত জেলে পাঠানো হয়। এর মধ্যে ঐ নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে। তারা হাওড়া জেলা আদালতে মামলা দায়ের করেন। কিন্তু সেখানে থেকে রায় দিতে দেরি করার জন্য আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রাজা শেখর মান্হাতের কাছে ঐ নাবালিকা কে গর্ভপাত করতে রিট আবেদন করেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রাজা শেখর মান্হাত নির্দেশ দেন যে ঐ গর্ভবতী নাবালিকা কে কি অবস্থা তা জানতে হাওড়া জেলা স্বাস্থ্য সংস্থার কাছে রিপোর্ট প্রকাশ করতে বলেন। তার পর নির্দেশ দেওয়া হবে। এখনো গর্ভপাত করতে প্রায়, ২২,সপ্তাহ, বাকি আছে। আগামী, ৬,ই, জানুয়ারি তার কাছে পরিক্ষার রিপোর্ট দিতে বলা হয়েছে। তার পর গর্ভপাতের করা হবে কিনা তার নির্দেশ দেওয়া হবে।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com