ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় উদ্ধার অভিযানের চতুর্থ দিন সোমবার সকালে বিষখালী নদী থেকে নিখোঁজ ১জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ আরেক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২।
উদ্ধার অভিযানের চতুর্থ দিন সোমবার সকালে বিষখালী নদী থেকে নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে জানান তিনি।
ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৪২ জনের প্রাণহানি এবং নিখোঁজ অন্তত ৪১ জন।
পুড়ে যাওয়া লঞ্চটিতে কতজন যাত্রী ছিল, তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলছে, লঞ্চটিতে অন্তত ৪০০ যাত্রী ছিলেন।
তবে লঞ্চ থেকে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীদের অনেকে দাবি, নৌযানটিতে যাত্রী ছিল ৮০০ থেকে এক হাজার।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com