হাফিজুর রহমান শিমুলঃ সাহিত্য ভাঙবেই সকল প্রতিরোধ, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ও দেশরত্নের উন্নয়ন উৎসব উপলক্ষে কালিগঞ্জে দিনব্যাপী জাতীয় পর্যায়ের কবি সাহিত্যিক শিল্পীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠানের আয়োজন করেন কালিগঞ্জ প্রেসক্লাব ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, কবি অলিতাজ মনু'র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমীর সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবি শাহ মোহাম্মদ সানাউল হক, কথাশিল্পি কবি সাফাত শফিক, বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক রহিম শাহ, ও সুজন বড়ুয়া, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আন্তর্জাতিক পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার ও কবি আসলাম সানী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও মথুরেশপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুল হাকিম, বাংলা একাডেমির উপ পরিচালক ইমরুল ইউসুফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বিশিষ্ট সাহিত্যিক ও কবি ড.আব্দুল্লাহেল বাকী, বিশিষ্ট কবি মঞ্জুর লুৎফর রহমান, সাহিত্যিক অধ্যাপক হারুন অর রশিদ, অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মাসুম আজিজুল বাসার, সৈয়দ ইফতেদার আলী, অধ্যাপক নাজমা রুম্মান, ইলা দেবী মল্লিক,সাহিত্য ভঞ্জ চৌধুরী, বিশিষ্ট ছড়াকার আহমেদ সাব্বির শারমিন আহমেদ এশা, রজনী আক্তার, হাবিবা হেনা, দীপক ঘোষ, জি এম পারভেজ, আলী সোহরাব, সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, প্রিয়ন্তি, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে শাহ দেলোয়ার ঢালী, ইভা মনি, এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত জাহান, শর্মিষ্ঠা বড়ুয়া চৌধুরী, খুরশীদ জাহান বৃষ্টি, প্রেমা, সুদীপ্ত বড়ুয়া, প্রমূখ। কবি ও সাহিত্যিক বিন্দুর প্রথমেই কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরাল পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন , এরপর কালিগঞ্জ সরোওয়াদী পার্কে জাতির জনক বঙ্গবন্ধুর ১৯৭০ সালে কালিগঞ্জে যে স্থানে বক্তব্য রেখেছিলেন সেখানে ঢাকার জাতীয় কবি, সাহিত্যিক একটি বকুল গাছ রোপন করেন,এবং বন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালিগঞ্জ শ্যামনগর উপজেলার শতাধিক কবি ,লেখক , সাহিত্যিক, সাংবাদিক উপস্থিত ছিলেন।কালিগঞ্জ প্রেসক্লাব পক্ষ থেকে কবি ও সাহিত্যিক ছড়াকারদের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়া বিশিষ্ট কবি ও লেখক মনজুর লুৎফর রহমানের লেখা"বনছায়া" বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।