গঙ্গা সাগর মেলায় কঠোর নিরাপত্তা দিয়ে তীর্থ যাত্রীদের স্হান সম্পূর্ণ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আর কিছু দিন বাদে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের সনাতন ধর্ম মানুষের মহা স্হান সম্পূর্ণ করতে দেশ ও বিদেশ থেকে মানুষ আসবেন পবিত্র শ্রী শ্রী কপিল মুনির আশ্রমে। সেখানে পূজা দিয়ে সাগরের তীরে তারা মহা স্থান করবে। সেই মহা স্থান নিশ্চিত করতে ও তাদের কে নিরাপত্তা ব্যবস্থা দিতে এবং থাকার জন্য ব্যাবস্থা ও স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা দিতে প্রশাসনিক বৈঠক করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সব বিধায়ক এবং জেলার ডি এম ও পুলিশ সুপার এবং সচিবদের সাথে। কারণ কলকাতা থেকে গঙ্গা সাগরের যাওয়ার রাস্তায় প্রায়, ৫১, কিলোমিটার দীর্ঘ পথে এই সব তীর্থ যাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা দিতে বদ্ধপরিকর পশ্চিম বাংলার সরকার। এবং তাদের জন্য সবধরণের ব্যাবস্থা করা হয়েছে। ভি আই পি এবং সাধারণ মানুষের গঙ্গা সাগরের উপকূল বরাবর এলাকায় থাকার জন্য ক্যাম্প স্থাপন করে দিয়েছে। এবং শৌচাগার ব্যবহার করতে তাদের কে নতুন শৌচাগার তৈরি করা হয়েছে। থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ভারতের সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি পশ্চিম বাংলা সরকারের পুলিশ প্রশাসন। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার জনস্বাস্থ্য দপ্তরের মন্ত্রী শ্রীমতী চন্দ্রীমা ভট্টাচার্য ও সুন্দর বন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সুন্দর বন তৃনমূল দলের সভাপতি শ্রী যগোরন্ঙন হালদার ও বিধায়ক জয়দেব হালদার শ্রী নিখিল গিরি এবং পশ্চিম বাংলার মন্ত্রী শ্রী শ্যামল মন্ডল ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান জনাব শওকত মোল্লা বিধায়ক শ্রী মতী নমিতা সাহা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুলিশ সুপার ডায়মন্ডহারবার ও পুলিশ সুপার সুন্দর জেলা পুলিশ ও সহ ডি এম দক্ষিণ চব্বিশ পরগনা। এই বৈঠকের নেতৃত্ব দেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com